জো রুটের বিশাল সেঞ্চুরির সুবাধে স্বাগতিক ইংল্যান্ড যে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে করে ভারতের জয়ের আশা ফিকে হয়ে গেছে অনেকটাই। তবে, শেষ পর্যন্ত লর্ডস টেস্টে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার এই টেস্টের ফল অসমাপ্তই থাকার সম্ভাবনা বেশি।
Advertisement
কারণ, চতুর্থ দিন এ রিপোর্ট লেখার সময় তৃতীয় সেশনের খেলা চলছিল। স্কোরকার্ডের দিকে তাকালে বোঝা যায়, কিছুটা এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নমে ৩ উইকটে হারিয়ে তাদের রান ১৪৩। লিড ১১৬ রানের। চতুর্থ দিনের খেলা বাকি এখনও ২০ ওভার। এই ২০ ওভারে ৬০-৭০ রান যোগ করলে হয়তো সেটা গিয়ে দাঁড়াবে ২০০’র কাছাকাছি।
পঞ্চম দিন প্রথম সেশনও যদি ব্যাট করে, তাহলে একটা নিরাপদ স্কোর তারা দাঁড় করাতে পারবে। সে ক্ষেত্রে ইংল্যান্ড সেই নিরাপদ স্কোর তাড়া করতে নামলে নির্ধারিত সময়ই শেষ হয়ে যাওয়ার কথা। সুতরাং ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত।
তবে ইংলিশ বোলাররা যদি কোনো মিরাকল ঘটিয়ে ফেলে। দ্রুত ভারতের বাকি ৭ উইকেট তুলে নিতে পারে, তাহলে হিসাব বদলে যেতে পারে। কম রানের লক্ষ্য থাকলে জো রুটরা হয়তো সেটা টপকেও যেতে পারে। যাই হোক, শেষ মুহূর্তে হয়তো রোমাঞ্চ জমে উঠতে পারে লর্ডসে।
Advertisement
আপাতত ম্যাচের পরিস্থিতি হচ্ছে, প্রথম ইনিংসে ভারতের করা ৩৬৪ রানের বিপরীতে ইংল্যান্ড করেছে ৩৯১ রান। ১৮০ রানে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক জো রুট। ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৩ রান করেছে ভারত।
৫ রান করে আউট হয়েছেন লোকেশ রাহুল। ২১ রান করে আউট হন রোহিত শর্মা। ২০ রান করে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। ৩৯ রানে ব্যাট করছেন চেতেশ্বর পুজারা এবং ৫২ রানে ব্যাট করছেন আজিঙ্কা রাহানে। ২ উইকেট নিয়েছেন মার্ক উড। ১ উইকেট নিয়েছেন স্যাম কুরান।
আইএইচএস/এএসএম
Advertisement