ধাঁধা :১. ‘আগায় খস খস গোড়ায় মুটি। বলতে পারো কী হবে জিনিসটি।’২. ‘আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল।’৩. ‘আগা ঝন ঝন গোড়া মোটা। যে না পারবে সে পাবে খোটা।’৪. ‘আগা গোড়া কাটা, চুলের জন্য ঝাটা।’উত্তর :১. আখ২. কদম৩. ঝাড়ু৪. চিরুনীএসইউ/পিআর
Advertisement