খেলাধুলা

বড় জয়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

কুমার সাঙ্গাকারা পরবর্তী যুগের ক্রিকেটের প্রথম পরীক্ষাটাই হার দিয়ে শুরু করলো ম্যাথিউস- চান্দিমালরা। ডানেডিনে শ্রীলঙ্কাকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগরিক নিউজিল্যান্ড।  চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লংকানদের সামনে ৪০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর ১০৯ রান তুলতেই তিন উইকেট তুলে নেয় কিউইরা। পঞ্চম দিনে সফরকারী ব্যাটসম্যানরা প্রতিরোধের চেষ্টা চালালেও স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ইনিংস বড় করতে না পারাতেই শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল ৫৮, কুশাল ম্যান্ডিস ৪৬, কিথুরুয়ান ভিথানাগে ৩৮, দিমুথ করুনারত্নে ও মিলিন্দা শ্রীরিবর্ধনে ২৯ রান করে করেন। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৮২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ফলে প্রথম টেস্টে ১২২ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। ম্যাচ সেয়ার নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল। এর আগে প্রথম ইনিংসে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪৩১ রান। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। এরপর কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।এমআর/পিআর

Advertisement