জাতীয়

করোনা রোগীদের ফল, ডেঙ্গু আক্রান্ত শিশুদের খেলনা উপহার আতিকের

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের করোনা রোগীদের জন্য উপহার হিসেবে ফলমূল দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

রোববার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে এ ফলমূল হস্তান্তর করেন তিনি।

এ সময় আতিকুল ইসলাম চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে তিনি আগারগাঁও শিশু হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাফি আহমেদের নিকট ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী হিসেবে পর্যাপ্ত সংখ্যক উন্নত মানের মশারি হস্তান্তর করেন এবং শিশুদের মাঝে খেলনা ও চিত্রাঙ্কন সরঞ্জাম বিতরণ করেন।

Advertisement

এমএমএ/এআরএ/জেআইএম