দেশজুড়ে

চাঁদপুরে আক্রান্ত-উপসর্গে ৮ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬২ জন।

Advertisement

রোববার (১৫ আগস্ট) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আলী (৭৫)। আর উপসর্গে মৃতরা হলেন-সিরাজুল ইসলাম (৮০), হাবিবুল্লাহ (৬৪), আব্দুল মজিদ মোল্লা (৯০), রেহানা (৪০), ছায়েদ খান (৬৫), আনোয়ারা বেগম (৭০) ও আমাতুন (৬৪)।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ২১৭ জন।

Advertisement

নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম