দেশজুড়ে

কাভার্ডভ্যানের এক ধাক্কায় ৬ দোকান ও ৩ গাড়ি পুড়ে ছাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে কাভার্ডভ্যান। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ও ছয়টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

রোববার (১৫ আগস্ট) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বীরতলা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে বীরতলা রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাস, কাভার্ডভ্যান ও পাশে থাকা একটি পিকআপভ্যান আগুনে পুড়ে যায়। এছাড়া ছয়টি দোকান ভস্মীভূত হয়।

Advertisement

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম