দেশজুড়ে

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে নিজ জমিতে বৈদুতিক তারে জড়িয়ে মারা যান তিনি। রবিউল উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রাম দক্ষিণপাড়া গ্রামের ভোলার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউলের জমির পাশের মান্দারগাড়ি নামে একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেয়ার কাজ চলছিল। পানি শুকানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে মোটর বসানো হয়। সেই বৈদ্যুতিক লাইনের তার রবিউলের জমির ওপর দিয়ে টানা হয়েছিল।

রোববার সকালে সেই জমিতে নিড়ানির কাজ করতে যান রবিউল। নিড়ানির এক পর্যায়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন রবিউল। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি বুঝতে পেরে মোটরের লাইন বন্ধ করতে যান। কিন্তু ততক্ষণে রবিউল মারা যান।

Advertisement

পরে স্থানীয়রা রবিউলের লাশ উদ্ধার এবং পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান বলেন, নিজের জমির ওপর বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল মারা গেছেন। জমির ওপর এভাবে বিদ্যুতের তার কেন টানানো হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

এএইচ/এএসএম

Advertisement