বিনোদন

এফডিসিতে জাতীয় শোক দিবসের আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালে বিপথগামী কিছু সেনা কর্মকর্তাদের হাতে পরিবারের সদস্যদের সঙ্গে প্রাণ হারান সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব। আজ তার মৃত্যুদিনে জাতীয় পর্যায়ে শোক দিবস পালিত হচ্ছে।

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তেও শোক দিবস পালনের নানা আয়োজন দেখা গেছে। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘আজ সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়েছে। সকাল ১০টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নিবেদিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ডকুমেন্টরি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

জোহরের নামাজের পর কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ১৭ আগস্ট বিশেষ আয়োজন রয়েছে বলে জানান তিনি।

এছাড়া এফডিসিকেন্দ্রিক ১৯টি সংগঠনও আলাদাভাবে নানা আয়োজন করেছেে শোক দিবসে। তারমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতির মতো সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, দোয়াসহ বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছে।

Advertisement

এসব অনুষ্ঠানে শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এমআই/এলএ/এমকেএইচ