কিশোরগঞ্জে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় মৃত্যু হয়েছে দুই জনের। এ দুইজন নারীই কিশোরগঞ্জ সদর উপজেলার। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
Advertisement
এছাড়া ৩৫৮ জনের নমুনা পরীক্ষা কর ৪১ জনের দেহে নতুনভাবে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় মোট ১৯৩ জনের মৃত্যু হলো। বর্তমানে আক্রান্ত আছেন ৩ হাজার ৩৬৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৬৮ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার রাতে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৬ জন নতুন রোগী ভর্তি হন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৩ জন। বর্তমানে এ হাসপাতালে ১৮৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে নয় জন আইসিইউতে এবং ১০ জন এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২২ জন, পাকুন্দিয়ায় তিন জন, কটিয়াদীতে ১০ জন, কুলিয়ারচরে এক জন, বাজিতপুরে চার জন ও ইটনায় এক জন রয়েছেন।
Advertisement
বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৮৫ জন, হোসেনপুরে ২৬২, করিমগঞ্জে ১০, তাড়াইলে ৫০, পাকুন্দিয়ায় ২৬৬, কটিয়াদীতে ৫৪২, কুলিয়ারচরে ৬৬, ভৈরবে ৫৫৮, নিকলীতে ৫৫, বাজিতপুরে ১৭৭, ইটনায় ৩১, মিটামইনে ৩০ ও অষ্টগ্রাম উপজেলায় ৫৪ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন।
জেলায় করোনায় মোট মৃত্যু ১৯৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৮, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ১০, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ১৩, কটিয়াদীতে ১৭, কুলিয়ারচরে ৮, ভৈরবে ৩৯, নিকলীতে ৭, বাজিতপুরে ১৬, ইটনায় ১ ও মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।
জেলার একমাত্র হাওর উপজেলা অষ্টগ্রামেএখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত জেলায় মোট সাত হাজার ৫২৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩ হাজার ২৫০ জন।
Advertisement
নূর মোহাম্মদ/এমএসএম/এমকেএইচ/এমআরএম