সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। এই সপ্তাহ থেকে ক্লাস শুরু করতে চান জানিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট দিয়েছেন তারা।
Advertisement
স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার আর মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে উপস্থিত থাকবো। ক্লাসরুম খুলে না দিলে গাছের তলায় শিক্ষার্থীদের মিট করবো এবং তারা পড়তে চাইলে পড়াবো।
শনিবার সন্ধ্যায় একই রকম ঘোষণা দেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি লিখেছেন, সপ্তাহে ছয়দিন (শুক্রবার বাদে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমি আমার অফিসে শিক্ষার্থীদের সময় দেব। (মাঝে মাঝে দু-একদিন ব্যত্যয় ঘটতে পারে।)
এছাড়া নিজের ফেসবুকে ক্লাস নেয়ার সিদ্ধান্ত জানিয়ে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কণক লিখেছেন, বাপের টাকা খরচ করে শিক্ষার্থীদের মেসে থাকতে হচ্ছে, এতিমের মতো ঘুরতে দেখে কষ্ট লাগে। গাছতলায়, নতুবা খোলামাঠে ক্লাস নিতে চাই। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের ক্লাস চলবে।
Advertisement
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
সালমান শাকিল/বিএ/এমকেএইচ