জাতীয়

দেশে টিকা নিয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৯৩১ জন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে দেশের ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৯৩১ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।

Advertisement

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯১ ৪জন (পুরুষ ৮০ হাজার ৮০ জন ও নারী ৬৯ হাজার ৮৩৪ জন) এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৩৪ জন (পুরুষ ১ লাখ ১৯ হাজার ৫৯১ জন ও নারী ৮৪ হাজার ৪৪৩ জন)।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনার প্রতিষেধক টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৯২ জনে দাঁড়িয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৪৭৪ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৩২৯ জন ও ৪৪ হাজার ১৪৫ জন নারী রয়েছে। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭১ লাখ ৩১ হাজার ৪০৮ জন।

সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে পুরুষ ৫৬ হাজার ৮৩৭ জন ও নারী ৩৯ হাজার ৫৩৮ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৬ জন।

শনিবার মর্ডানার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৫৩ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৭৫১ জন ও ২৫ হাজার ৬৮৯ জন নারী। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৪ লাখ ৫৮ হাজার ১৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৫০১ জন ও নারী ৩৬২ জন। এনিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৪ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা গ্রহণ করেননি। এর আগে পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৭৮০ জন। সর্বশেষ এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে পুরুষ ৪১ হাজার ৯০৫ জন ও নারী ৩২ হাজার ৪৯২ জন। এনিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪৯ লাখ ৫৬ হাজার ৮৩৫ জন।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে কেবল এ টিকা দেয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা যুক্ত হয়।

এমইউ/এমআরআর