খেলাধুলা

ভিয়ারিয়ালের কাছে হেরে গেলো রিয়াল

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনার সঙ্গে বার্সা ড্র করায় রিয়ালের সামনে সুযোগ এসেছিল পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার। তবে ব্যবধান কমিয়ে আনতে গিয়ে উল্টো হারের মুখ দেখলও রোনালদো-বেলরা। ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বেনিতেজের শিষ্যরা। গত ম্যাচে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়ালকে চেনাই যায়নি এ ম্যাচে। নিজেদের মাঠে ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ভিয়ারিয়াল। কিন্তু  মেক্সিকোর মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের জোরালো শটটি পোস্টে লাগে।আগের বার বেঁচে গেলেও চার মিনিট বাদেই গোল খেয়ে বসে রিয়াল। ডি বক্সের বাইরে রিয়ালের লুকা মদ্রিচ নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে যান রবের্তো সলদাদো। প্রথম শটেই গোলরক্ষকের দুপায়ের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড। ম্যাচের ২৪ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। কিন্তু করিম বেনজেমার নেওয়া হাফ-ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদো-বেলরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দে ফেরার ইঙ্গিত দেয় বেল-বেনজেমারা। দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ তৈরি করে তারা, তবে সাফল্য অধরাই থেকে যায়। এর কিছুক্ষণ পর রোনালদোর শট পোস্টে লাগলে ফের হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের। ৭৪তম মিনিটে এই পর্তুগিজ তারকার ক্রসে কাছ থেকে বেনজেমা লক্ষ্যভ্রষ্ট হেড করলে আর লড়াইয়ে ফেরা হয়নি রিয়ালের। ফলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদো-বেলদের।এমআর/এমএস

Advertisement