আন্তর্জাতিক

তালেবানবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় আফগান প্রেসিডেন্টের

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ওই অঞ্চলে তালেবানের আগ্রাসন এবং বিভিন্ন অঞ্চল দখলের পরও চুপ ছিলেন তিনি। গত ৮ দিনে দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির বেশিই দখল করে নিয়েছে তালেবান। এ সময়ের মধ্যে তাকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। অবশেষে তাকে এ বিষয়ে সরব হতে দেখা গেল। আফগান জনগণের উদ্দেশে দেয়া ভাষণে আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Advertisement

এক বিবৃতিতে আশরাফ গনি বলেন, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠনই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। যুদ্ধ-সংঘাতের কারণে বাস্তহারা হাজার হাজার মানুষকে সহায়তার উপায় খুঁজছেন বলেও জানান তিনি।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, আমরা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি.... আলোচনা এখনও চলছে এবং খুব শিগগিরই এর ফল জানিয়ে দেয়া হবে।

একের পর এক শহর তালেবানের দখলে চলে যাওয়ার পরও দীর্ঘদিন ধরেই আশরাফ গনি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তা কোনো বক্তব্য না দিয়ে নীরব ভূমিকা পালন করেছেন। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো মাথাব্যথাই ছিল না।

Advertisement

দীর্ঘদিন পর তালেবানের বিরুদ্ধে সরব হয়ে আশরাফ গনি বলেন, আমি বুঝতে পারছি যে আপনারা আপনাদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় আছেন। আমি আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, অস্থিতিশীলতা, সহিংসতা এবং আমার দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করব।

আশরাফ গনি এমন এক সময় এই বক্তব্য দিলেন যখন রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় তিন হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওই বিপুল সংখ্যক সেনা সদস্য ইতোমধ্যেই কাবুলে পৌঁছেছেন।

টিটিএন/এমকেএইচ

Advertisement