দেশজুড়ে

সিলেট বিভাগে করোনায় আরও ১১ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৪৩ জন।

Advertisement

শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ১১ জন মারা গেছেন। ফলে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৮৮৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৪৩ জন সংক্রমিত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে ১৮, মৌলভীবাজারে ৭৪ ও হবিগঞ্জে ৩০ জন রয়েছেন।

Advertisement

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৬ হাজার ১৭২ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪৬ জন রোগী।

ছামির মাহমুদ/এএইচ/এমএস