দেশজুড়ে

বগুড়ায় প্রাণ গেল ১৫ জনের

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে আট জন আক্রান্ত এবং সাতজনের উপসর্গ ছিল।

Advertisement

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জন শনাক্ত হন। একই প্রতিষ্ঠানে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত হন ছয়জন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনা পরীক্ষা করে পাঁচজন শনাক্ত হন। এছাড়া ঢাকায় পাঠানো ১৪৯ নমুনার মধ্যে শনাক্ত হয়েছেন ২৭ জন।

তিনি আরও জানান, নতুন করে শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩২, শাজাহানপুরে ১৪, দুপচাঁচিয়ায় ১০, গাবতলীতে এক, আদমদীঘিতে ৯ এবং কাহালুর বাসিন্দা ৯ জন রয়েছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৬৬৯ জন।

এএইচ/জিকেএস