ফিচার

আজকের এইদিনে : ১৪ ডিসেম্বর ২০১৫

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে  বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টম তত্ত্ব উপস্থাপন করেন।১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটেনের সাধারণ নির্বাচনে নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে  রুমানিয়া গণপ্রজাতন্ত্রী দেশে পরিণত হয়।১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মুক্তিযুদ্ধে আলবদর বাহিনী বাংলাদেশের অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করে। নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন আনোয়ার পাশা, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, ড. মোহাম্মদ মোর্তজা, শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দীন হোসেনসহ অনেকে।১৯৭১  খ্রিস্টাব্দের এই দিনে   বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শাহাদত বরণ করেন। ১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে  ফরাসি কবি পল এল্যুয়ার জন্ম।১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯৫৮] মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুমের জন্ম।১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯৬৪] রুশ বিজ্ঞানী নিকোলাই বাসোভের জন্ম।১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে  বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন।১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯৭৭] স্পেনীয় কবি ভিনচেন্তো আলেকজান্দ্রের মৃত্যু।এইচআর/এমএস

Advertisement