খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
Advertisement
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা যান।
মৃতরা হলেন- খুলনা সদরের মোশাররফ (৮৪), বটিয়াঘাটার ওসমান (৭০), সাতক্ষীরা আশাসুনির মোশাররফ (৭৫) ও বাগেরহাট সদরের শাহনাজ (৫৩)।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
Advertisement
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
আলমগীর হান্নান/জেডএইচ/এমএস