আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
করোনা থেকে সুস্থ সাড়ে ১৮ কোটি
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখ ১৬ হাজার ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ এক হাজার ৩৯২ জন। শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৮৬৮ জন।
রাশিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু
Advertisement
করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে রাশিয়ায়ও। ফের বাড়ছে সংক্রমণ ও রোগী মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮১৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। শুক্রবার এ তথ্য জানায় রয়টার্স। তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত ছয় সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে। গত জুলাই মাস থেকে রাশিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মস্কোয় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। আর শুক্রবার পর্যন্ত মস্কোতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৭৭ জন। রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ৬৮ জন এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন।
বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
রোগপ্রতিরোধ ক্ষমতায় দুর্বল ব্যক্তিদের জন্য করোনারোধী টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) জারি করা নির্দেশনা অনুসারে তৃতীয় ডোজ টিকা পেতে পারেন অঙ্গ প্রতিস্থাপনকারী, ক্যান্সার রোগীসহ প্রায় এক কোটি মানুষ। বুস্টার ডোজের বিষয়ে শুক্রবার আলোচনায় বসবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্যানেল। সেখানে অনুমোদন পেলে চলতি সপ্তাহেই করোনা টিকার তৃতীয় ডোজ দেয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
আয়ারল্যান্ডে টিকা নিতে অর্ধলক্ষাধিক শিশুর নিবন্ধন
Advertisement
আয়ারল্যান্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ হাজারের বেশি শিশু নিবন্ধন করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এই বয়সসীমার বাচ্চাদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয় দেশটিতে। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে। দ্য আইরিশ হেলথ সার্ভিস এক্সিকিউটিভের (এইচএসই) বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিই জানায়, সকালের মধ্যেই ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন হয়ে যায় ভ্যাকসিনের জন্য।
এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!
বাংলাদেশে কিছুদিন আগে একটি টিকাকেন্দ্রে টিকা না দিয়ে শরীরে শুধু সূঁচ ঢুকিয়ে ইনজেকশন ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। পাশের দেশ ভারতের একটি এলাকায় টিকার নাম করে শুধু পানি দেয়ার অভিযোগ উঠেছে, যার ভুক্তভোগী ছিলেন খোদ তৃণমূল সংসদ সদস্য ও টালিউড তারকা মিমি চক্রবর্তী। এমনকি চীনেও ভুয়া করোনা টিকা দেয়ার খবর শোনা গেছে। এবার অনেকটা একই ঘটনা ঘটল জার্মানিতেও। সেখানে করোনা টিকার বদলে ইনজেকশনে স্যালাইনের পানি ঢুকিয়ে পুশ করেছেন এক নার্স। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর, সম্প্রতি উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে ঘটেছে এই ঘটনা। এতে গত ৫ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে টিকা নেয়া ৮ হাজার ৫৫৭ জন প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতা করতে বলল ইইউ
সহিংসতা বন্ধে আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বন্দোবস্ত এবং নারী, যুবক, সংখ্যালঘুসহ সকল আফগান নাগরিকের মৌলিক অধিকারের প্রতি সম্মান জানানোই আফগানিস্তানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত রাখার চাবিকাঠি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউর এ কর্মকর্তা বলেন, আমরা আফগান সরকারকে সকল রাজনৈতিক মতপার্থক্যের মীমাংসা, অংশীদারদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং ঐক্যবদ্ধ দৃষ্টিকোণ থেকে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
অপ্রতিরোধ্য তালেবান, পাততাড়ি গোটাতে ব্যস্ত মার্কিনিরা
ক্রমেই আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের পর দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহীরা। এ তথ্য সত্য হলে সপ্তাহখানেকের মধ্যে আফগানিস্তানের ১২তম প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে তাদের হাতে। এ অবস্থায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমা-সমর্থিত আশরাফ ঘানির সরকার। যুক্তরাষ্ট্র মুখে বলছে তাদের পাশে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তালেবানের অপ্রতিরোধ্য অভিযানের মুখে আফগানিস্তান থেকে পাততাড়ি গোটাতে ব্যস্ত মার্কিনিরা।
তুরস্কে এবার আকস্মিক বন্যা, ২৭ জনের মৃত্যু
তুরস্কের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি মাসে তুরস্ক দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল। দেশটির দক্ষিণাঞ্চলের বহু এলাকা দাবানলে বিপর্যস্ত। দুই সপ্তাহ ধরে সেখানে আগুন নেভাতে হিমশিম অবস্থায় তুরস্ক কর্তৃপক্ষ। এরমাঝেই দেখা দিল বন্যা।
বন্যার কবলে হুবেই প্রদেশ, ২১ জনের মৃত্যু
আবারও ভারি বৃষ্টিপাতের কবলে চীন। দেশটির হুবেই প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলের পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রদেশের ২৭ হাজার ঘরবাড়ি-দোকানপাট পানিতে ডুবে গেছে। বন্যাকবলিত এলাকাগুলোতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও পানি সংযোগ। হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে প্রদেশটিতে ভূমিধস দেখা দিয়েছে। ধসে পড়েছে শত শত বাড়িঘর। ঝুঁকি এড়াতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশটির নানা অঞ্চল। বৃহস্পতিবার হুবেই প্রদেশে চারশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনের মানুষের চলতি মৌসুমে বন্যার পূর্ব অভিজ্ঞতা থাকলেও এ বছর তা আকস্মিকভাবেই বেড়ে গেছে। গত সপ্তাহেও ৮০ হাজার লোককে সরানো হয় বন্যাদুর্গ ত এলাকা থেকে। গত মাসে দেশটির হিনান প্রদেশে বন্যায় মারা যায় অন্তত ৩০০ জন। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারি বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বন্যা ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি প্রদেশ।
‘জলবায়ু পরিবর্তনে শুধু কার্বন নয় নাইট্রোজেনও দায়ী’
গোটা বিশ্ব যখন আকস্মিক বন্যা, দাবানল এবং উত্তপ্ত আবহাওয়ার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে তখন ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জলবায়ু পরিবর্তনবিষয়ক রিপোর্ট প্রকাশ করে সম্প্রতি। ক্লাইমেট চেঞ্জ ২০২১ টাইটেল সম্বলিত ষষ্ঠ অ্যাসেসমেন্ট রিপোর্ট (এআর-৬) গত ৯ আগস্ট প্রকাশ করা হয়, যেখানে সংগঠনটি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান পরিস্থিতি পর্যালোচনা করে তুলে ধরেন। ২০১৪ সালে এআর-৫ প্রকাশিত হওয়ার ৭ বছর পর এটি প্রকাশ করা হলো। ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ-এর চেয়ার অধ্যাপক এন. রঘুরাম এবং বায়োটেকনোলজিস্ট গুরু গোবিন্দ সিং বলেন, কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের কথা বলছেন বিশেষজ্ঞরা। ফলে মানুষকে সচেতন করার লক্ষ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা বলছেন, কার্বনকেন্দ্রিক আলোচনা গত তিন দশক ধরে চলছে। ফলে অধিকাংশ পলিসি মেকার, এমনকি অনেক বিজ্ঞানীও ভাবতে শুরু করেন যে শুধু কার্বন ডাই অক্সাইড বা কার্বন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। অনেক সময় মিথেনকেও দায়ী করা হয়। তবে কার্বনকেন্দ্রিক আলোচনায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
১১ বছর পর যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলি, নিহত ৬
যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির। স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।
‘জাতীয় স্বার্থে’ প্যারোলে মুক্তি পেলেন স্যামসাং প্রধান
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি প্যারোলে মুক্তি পেয়েছেন। ঘুষ ও দুর্নীতির কেলেঙ্কারির দায়ে কারাগারে ছিলেন তিনি। ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়। খবর বিবিসির। চলতি বছর জানুয়ারিতে সাজা হওয়ার পর ২শ ৭ দিন জেল খাটলেন দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনী ব্যক্তি জে ইয়ং লি। এর আগে বিচার মন্ত্রণালয় তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল।
ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি দেওয়ার দাবি মমতার
ভারতে টিকা গ্রহণের সনদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে বিরোধীদের। এ নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি দাবি তুলেছেন, শুধু টিকা সনদেই কেন, মৃত্যু সনদেও (ডেথ সার্টিফিকেট) প্রধানমন্ত্রীর ছবি জুড়ে দেওয়া হোক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি বলেন, আমি কাউকে পছন্দ না-ও করতে পারি। এরপরও তার ছবি কেন আমার টিকার সনদে বয়ে বেড়াতে হবে?
টুইটারকে একহাত নিলেন রাহুল গান্ধী
এক সপ্তাহ আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ। এরপর স্থগিত করা হয় দলসহ আরও বেশ কয়েকজনের অ্যাকাউন্ট। এবার টুইটারকে উল্টো হুঁশিয়ার করলেন রাহুল। বললেন, এটি গণতন্ত্রের উপর হামলা, ভারতীয় রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করছে টুইটার। বিবিসির খবরে জানা যায় এ তথ্য। কংগ্রেসের অভিযোগ, বর্তমান ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে টুইটার। সম্প্রতি ভারতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টে ওই শিশুর বাবা-মায়ের ছবি পোস্ট করা হয়। এ ঘটনার পরপরই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ। তাদের দাবি, এই ছবিটি প্রকাশ করার মাধ্যমে তাদের সহিংসতা রোধে যে গোপন নীতি রয়েছে তা ভঙ্গ করা হয়েছে। আর সে কারণে এমন সিদ্ধান্ত।
এসএনআর/এএসএম