দেশজুড়ে

কুমিল্লায় করোনায় মারা গেলেন আরও ১০ জন

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দশজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২২৭ জন।

Advertisement

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় এক হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৭৯০ জনে। আক্রান্তের হার ২০ দশমিক ৫ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮৩ জন, আদর্শ সদরের দুইজন, সদর দক্ষিণের দুইজন, বুড়িচংয়ের ১৪ জন, ব্রহ্মণপাড়ায় ১৩ জন, চান্দিনায় ছয়জন, চৌদ্দগ্রামের ৩২ জন, দেবীদ্বারের তিনজন, লাকসামের ১৯ জন, লালমাইয়ের ১৯ জন, নাঙ্গলকোটের ৯ জন, বরুড়ার ১২ জন, মনোহরগঞ্জের দুইজন, মুরাদনগরের দুইজন, মেঘনায় আটজন ও তিতাস উপজেলার একজন জন।

Advertisement

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে তিনজন, চৌদ্দগ্রামে দুজন এবং বুড়িচংয়, ব্রহ্মণপাড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও তিতাস উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫২ জনে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম