মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে দুইজন মারা গেছেন।
Advertisement
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিংগাইরে ৮৫ জন, সদরে ৫০ জন, শিবালয়ে ১৪ জন, সাটুরিয়ায় ১৯ জন, দৌলতপুরে ১০ জন, হরিরামপুরে পাঁচজন ও ঘিওরে একজন।
ডা. কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭৫ জন ও উপসর্গে ২০৫ জন।
Advertisement
বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম