দেশজুড়ে

খুলনা বিভাগে কমেছে মৃত্যু-শনাক্ত

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগে ২৭ জনের মৃত্যু এবং ৭৮৬ জন শনাক্ত হয়েছিলেন।

শুক্রবার (১৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে, যশোর ও মাগুরায় দুজন করে এবং নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

Advertisement

আলমগীর হান্নান/এএইচ/এমএস