সাতক্ষীরার কলারোয়ায় দুটি ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আফছার আলী ওরফে লেদুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লেদু একই উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক লেদু তার প্রতিবেশী ওই নারীকে দুটি ইট চুরির অপবাদ দেয়।
Advertisement
এরপর ৯ আগস্ট সকাল ১০টার দিকে তাকে বাড়ি থেকে ধরে এনে লেদু, তার স্ত্রী, পত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট করে ও চুল কেটে দেয়।
এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে কলারোয়া থানায় ছয়জনের নামে মামলা দায়ের করেন।
আহসানুর রহমান রাজীব/বিএ/এমএস
Advertisement