ময়মনসিংহের ধোবাউড়ায় খোদেজা আক্তার (৬৫) নামে এক নারীকে কয়েক মিনিটের ব্যবধানে দুই ডোজ সিনোফার্মের টিকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। টিকা নেয়ার পর ঘটনাস্থলেই ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
খোদেজা আক্তার উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। তার অভিযোগ, ‘প্রথম দফা টিকা নিয়ে তিনি চেয়ারে বসেছিলেন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আরেকজন স্বাস্থ্যকর্মী এসে তাকে দ্বিতীয়বার টিকা দেন।’
ওই বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছেন ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র দেখে দেখে টিকা দেয়া হয়। এখানে দুবার টিকা দেয়া সম্ভব নয়। বয়স বেশি হওয়ায় একবার টিকা দেয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।’
Advertisement
অসুস্থ হয়ে পড়া খোদেজা আক্তার বলেন, ‘আমার শরীর দুর্বল। একবার টিকা নিয়ে দুর্বল অনুভব করায় টিকাকেন্দ্রে চেয়ারেই বসেছিলাম। এরই মধ্যে আরেকটি টিকা দিয়ে দেয়। দুটি টিকা নেয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে দ্রুত খোঁজ নিয়ে দেখছি।’
মঞ্জুরুল ইসলাম/এএএইচ/জিকেএস
Advertisement