জেলার ৬ পৌরসভা নির্বাচনে ৬ মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত আসনের ২৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন মো. শাহ আলম মিয়া, মন্টু লাল কুন্ড ও গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং ২১ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৩ জন ও ৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন মো. দেলোয়ার হোসেন, দিদারুল আহসান ও এমএ আজিজ এবং ৩৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন ও ৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গৌরনদী পৌরসভায় ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী জানান, ৩৪ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সেখানে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। মেয়র পদে ৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১ জন। সাইফ আমীন/এমএএস/আরআইপি
Advertisement