জি২০ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিসবেনে সমাবেত হয়েছেন বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর নেতারা।শনিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে অর্থনৈতিক এজেন্ডা ছাপিয়ে ইউক্রেন সঙ্কট নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধের বিষয়ই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নতুন করে রুশ সেনা প্রবেশের খবরে পশ্চিমা দেশগুলোর নেতাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধ এই সম্মেলনে ফের সামনে আসতে পাবে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।ক্যানবেরায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও হুমকি দিয়েছেন তিনি।তিনি বলেন, একটি বৃহৎ রাষ্ট্র ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্রের ওপর আস্ফলন চালাচ্ছে। এ ধরনের ঘটনার পরিণতি আমরা আগেও দেখেছি।ক্যামেরনের সুরে মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এশিয়ার দেশগুলোর নিরাপত্তা অবশ্যই ক্ষুদ্র রাষ্ট্রের ওপর বৃহৎ রাষ্ট্রের তর্জন-গর্জনের ওপর নির্ভর করবে না।জি২০ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ওবামা। বিসবেনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই অঞ্চলের নিরাপত্তা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভর করে।রাশিয়া অবশ্য ইউক্রেনের সীমানায় সেনা ও ট্যাঙ্ক পাঠানোর খবর অস্বীকার করেছে। যদিও সেখানে সহিংসতা ও অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। রুশ সীমান্ত থেকে অচিহ্নিত সশস্ত্র গাড়িবহর টহল দেওয়ায় ৫ সেপ্টেম্বরের যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। - বিবিসি/আলজাজিরা
Advertisement