দেশজুড়ে

বরিশাল বিভাগে আক্রান্ত-উপসর্গে ১৪ জনের মৃত্যু

বরিশাল বিভাগে একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭৭ জন শনাক্ত হয়েছে।

Advertisement

বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পজিটিভ ছিলেন সাতজন। অপর সাতজন উপসর্গে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বরগুনার চারজন। অপর তিনজনের মধ্যে পিরোজপুরে দুই এবং বরিশালের একজন রয়েছেন।

Advertisement

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২০৪ জন। তার মধ্যে আক্রান্ত ৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৫১৫টি নমুনা পরীক্ষায় ৩৭৭ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৮৮ শতাংশ।

সাইফ আমীন/এএইচ/এমএস

Advertisement