যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১১২ জন।
Advertisement
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনায় আক্রান্ত হয়ে আট এবং উপসর্গে আরও একজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৪ রোগী। এর মধ্যে রেড জোনে ৬৭ এবং ইয়েলোতে ১৭ জন রোগী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯০ নমুনা পরীক্ষায় ১১২ জন করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২০ হাজার ২২১ জন। মোট মারা গেছেন ৪১৬ জন। আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৯২ জন।
মিলন রহমান/এএইচ/এমকেএইচ
Advertisement