বাগেরহাটের দুই পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহার শেষে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস এতথ্য নিশ্চিত করেছেন।এর মধ্যে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম আব্দুল হাই, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মির্জা আলী হাসান ও আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী হিসেবে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীনা হাসিবুল হাসান শিপন। এছাড়া কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুল হক তালুকদার, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ জব্বার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোমনাথ দে। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শওকত আলী বাবু/এমএএস/আরআইপি
Advertisement