ক্যাম্পাস

যবিপ্রবি বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের অব্যাহত কর্মসূচির মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় যবিপ্রবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন (রোববার) সন্ধ্যার মধ্য ছাত্রদের এবং সোমবার ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ও ভর্তি পরীক্ষা যথানিয়মে চলবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এক ছাত্রীকে উত্যক্ত করেন তৃতীয় শ্রেণির কর্মচারী বাদলের ভাই। গত বুধবার শিক্ষার্থীরা এঘটনা বাদলকে জানালে ক্ষিপ্ত হয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছিলো। এর ঘটনার জের ধরে বৃহস্পতিবার বাদল বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর থেকে শিক্ষার্থীরা অব্যাহত কর্মসূচি পালন করছিল।মিলন রহমান/এমএএস/আরআইপি

Advertisement