দেশে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। একই সময়ে কমেছে মৃত্যুও।
Advertisement
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১০ হাজার ৪২০ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮০ শতাংশ।
একই সময়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৩৯৮ জনে।
Advertisement
২৪ ঘণ্টায় মৃত ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ১০৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৯ শতাংশ।
একদিন সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ।
এর আগে গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬৪ জনের মৃত্যু এবং ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৬৪ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
এমইউ/এএএইচ/এএসএম
Advertisement