দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি। তবে করোনা মহামারির কারণে দেশটির নাগরিকদের মধ্যে বেকারত্ব বেড়েছে।
Advertisement
অর্থনৈতিক মন্দা রেকর্ড পর্যায়ে চলে গেলেও সেখান থেকে উত্তরণে সক্ষম হয়েছে সিঙ্গাপুর সরকার। গত জাতীয় নির্বাচনের সময় বিরোধী দলগুলো একে কেন্দ্র করে বড় প্রচারণা চালিয়েছিল।
সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন জাতীয় দিবসের এক বার্তায় ঘোষণা দিয়েছেন, চাকরির বাজারে স্থানীয়দের অগ্রাধিকার দিতে বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হতে যাচ্ছে সিঙ্গাপুর। তবে মেধাবী বিদেশিকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে দেশটির শ্রমবাজার। সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের মান, সংখ্যা ও সমাবেশ নিয়ন্ত্রণে নীতি সমন্বয় করতে হবে।
এমএসএম/এমআরএম/এমএস
Advertisement