দেশজুড়ে

পটুয়াখালী হাসপাতালে ৫ শয্যার আইসিইউ চালু

অবশেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ শয্যার আইসিইউ ইউনিট চালু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে দুজন রোগী ভর্তির মাধ্যমে হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সিপন বলেন, করোনা মহামারীর সময় হাসপাতালে আইসিইউ সেবাটি গুরুত্বপূর্ণ ছিল। বহুদিনের প্রত্যাশিত পাঁচ বেডের আইসিইউ চালু হওয়ায় এখন আর এ সেবার জন্য বরিশাল যেতে হবে না।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতালে কোভিড আইসিইউ চালুর আগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী আকারে শুরু হওয়ার পর থেকে পটুয়াখালীতে আইসিইউ স্থাপনের দাবি তোলা হয়। এর প্রেক্ষিতে সরকার আইসিইউ নির্মাণ প্রক্রিয়া শুরু করলেও পরে সেটি পিছিয়ে যায়।

Advertisement

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস