অর্থনীতি

করোনায় মারা গেলেন কর কর্মকর্তা সালাহ উদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার সালাহ উদ্দিন আহমদ মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫।

Advertisement

করোনায় আক্রান্ত সালাহ উদ্দিন আহমদ ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আট দিন ধরে লাইফ সার্পোটে ছিলেন।

বুধবার (১১ আগস্ট) এনবিআর-এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ সিভিল (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

Advertisement

সালাহ উদ্দিন আহমদ ২৭তম বিসিএসে কর ক্যাডারে যোগ দেন। তিনি কর অঞ্চল-৮-এর সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী এবং নয় বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।

এসএম/এএএইচ/এএসএম