যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৭ জন।
Advertisement
বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ১০৯ জন, মারা গেছেন ৪০৮ জন আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৯২ জন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে পাঁচ জনের মৃত্য হয়েছে। উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। হাসপাতোলে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯০ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রেড জোনে ৭১ এবং ইয়েলো জোনে আছেন ১৯ জন।
Advertisement
মিলন রহমান/এএইচ/এমকেএইচ