দেশজুড়ে

খুলনা বিভাগে ২০ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০জনের।

Advertisement

বুধবার (১১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়।

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০২৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫১৬ জন।

Advertisement

আলমগীর হান্নান/এএইচ/এমকেএইচ