দেশজুড়ে

বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা

গাজীপুরের কালীগঞ্জে প্রকাশ্য দিবালোকে মো. সেলিম (৩২) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।রোববার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত বিকাশ কর্মী উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের মো. নেয়ামত উল্লার ছেলে। কালীগঞ্জ উপজেলার বিকাশ সুপারভাইজার মো. সাহেদ আহত সেলিমের বরাত দিয়ে সহকর্মী সাব্বির জানান, দুপুরে মিরেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে সেলিম ও সাব্বির কালীগঞ্জে আসছিল। পথিমধ্যে পিপুলিয়া রেলক্রসিং পার হওয়ার পর তিনটি মোটরসাইকেলের ছয় আরোহী তাদের পিছু নেয়। এ সময় তারা বুঝতে পারার সঙ্গে সঙ্গে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের উপজেলার নাগরী এলাকার শিমুলিয়া নামক স্থানে সেলিমকে লক্ষ্য করে গুলি দুর্বৃত্তরা।সেলিম মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় সহকর্মী সাব্বিরের কাঁধে থাকা লিফলেট ও পোস্টার সম্বলিত একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা টঙ্গীর দিকে পালিয়ে যায়। পরে সাব্বিরকে গুলিবিদ্ধ অবস্থায় করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরপর সেখানে সেলিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনো টাকা-পয়সা নিতে পারেনি ছিনতাইকারীরা বলেও জানান তিনি।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আওরঙ্গজেব জানান, সেলিমের বাম পায়ের উরুতে একদিক দিয়ে গুলি ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, এ সংক্রান্ত কোনো ঘটনা তার জানা নেই।আব্দুল রহমান আরমান/এআরএ/পিআর

Advertisement