চাঁদপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় জেলায় মৃত্যু হলো ২০৪ জনের।
Advertisement
এছাড়া মঙ্গলবার নতুন আরও ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯৭০ জন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১০ আগস্ট) মোট ৫৫৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৭৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯২ জন, হাজীগঞ্জে ২৭ জন, ফরিদগঞ্জে ১২ জন, হাইমচরে ৪ জন, শাহরাস্তিতে ১০ জন, কচুয়ায় ১ জন এবং মতলব দক্ষিণে রয়েছেন ২৮ জন।
Advertisement
জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৩১৪, ফরিদগঞ্জে ১৩৮৪, মতলব দক্ষিণে ১১৩৬, শাহরাস্তিতে ১৪৫৯, হাজীগঞ্জে ১২৭০, হাইমচরে ৭২৮, মতলব উত্তরে ৭২০ ও কচুয়ায় ৬০৬ জন রয়েছেন।
জেলায় মৃত্যুবরণকারী ২০৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৭৮, ফরিদগঞ্জে ৩০, মতলব দক্ষিণে ১৩, শাহরাস্তিতে ২৮, হাজীগঞ্জে ২৫, হাইমচরে ৬, মতলব উত্তরে ১৩ ও কচুয়ায় ১১ জন রয়েছেন।
নজরুল ইসলাম আতিক/এমএইচআর
Advertisement