মৌলভীবাজারে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মিরায় বালু উত্তোলন করায় সিলেট জেলার ওসমানিনগর উপজেলার মো. লিটন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করেন।
স্থানীয়রা জানান, ওই এলাকাসহ ফতেপুরের ভাটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।
Advertisement
এলাকার রিপন মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রভাব দেখিয়ে ওই ব্যক্তি বালু উত্তোলন করে আসছে। এলাকাবাসী বাধা দিলেও সে কারো কথা শোনে না।
রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মিরায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল আজিজ/এমএইচআর
Advertisement