রাজনীতি

করোনায় চট্টগ্রাম নগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সলিমুল্লাহ (৮০) মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

বিএনপির প্রবীণ এ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে তারা বলেন, ‘মোহাম্মদ সলিমুল্লাহ বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। প্রতিষ্ঠাকালীন থেকে চট্টগ্রাম বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সকল সঙ্কট সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার।’

মিজানুর রহমান/জেডএইচ/জেআইএম

Advertisement