কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। একই সময়ে নতুন করে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১১০৬টি নমুনা পরীক্ষায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ১১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের পাঁচজন, সদর দক্ষিণের ১১ জন, বুড়িচংয়ের ১০ জন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ২৯ জন, দেবিদ্বারের ২২ জন, দাউদকান্দির চারজন, লাকসামের সাতজন, লালমাইয়ের ১০ জন, নাঙ্গলকোটের ৩৩ জন, বরুড়ার ৩৭ জন, মনোহরগঞ্জের ১৮ জন, মেঘনার ১৮ জন, হোমনার ১৪ জন, তিতাসের ৯ জন, ব্রাক্ষণপাড়ার ১৫ জন, মুরাদনগরের পাঁচজন রয়েছেন।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম