লালমনিরহাটের আদিতমারী উপজেলার শঠিবাড়িতে ট্রাক্টর উল্টে জাহাঙ্গীর ইসলাম (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক জাহাঙ্গীর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে।আদিতমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম এন সরকার জাগো নিউজকে জানান, জমি চাষ করে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চালক।আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।রবিউল হাসান/এমজেড/পিআর
Advertisement