ধর্ম

ধৈর্যের ফায়েদা ও তাড়াতাড়ির ক্ষতি

ধৈর্য মহত্বের লক্ষণ। আর তাড়াতাড়ি করা শয়তানের কাজ। সুতরাং সব কাজে ধৈর্য ধারণ করা এবং তাড়াহুড়া না করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধারণ করলে কি লাভ হয় এবং তাড়াতাড়িতে কি ক্ষতি হয় তা তুলে ধরা হলো-ধৈর্যের ফায়েদাক. ধৈর্য ধারণেরে ফলে খুশী ও আনন্দ লাভ হয়।খ. সবাই ধৈর্যধারণকারীর প্রশংসা করে।গ. আল্লাহর পক্ষ হতে উত্তম বিনিময় লাভ হয়।তাড়াতাড়ির ক্ষতিক. তাড়াতাড়ি কাজে লজ্জা পেতে হয়।খ. সবাই তাকে তিরস্কার ও ভৎর্সনা করে।গ. আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসে।তাইতো ইসলামিক স্কলারগণ বলেছেন, ধৈর্য ধারণ করার প্রাথমিক অবস্থা অত্যন্ত তিক্ত হয়। কিন্তু তার ফলাফল হয় অনেক সুখ এবং শান্তির।সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে সব কাজ ধৈর্যের সঙ্গে করার এবং তাড়াহুড়া করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement