গণমাধ্যম

বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করবে ডিআরইউ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার ডিআরইউ-এর দফতর সম্পাদক মেহেদী আজাদ মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কর্মসূচির অংশ হিসেবে ডিআরইউ প্রাঙ্গণ থেকে সকাল ৬টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করা হবে।ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ সদস্যদের যথাসময়ে ডিআরইউ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এইচএস/একে/পিআর

Advertisement