সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন।
Advertisement
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে ২৫৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬৭ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৪৫৪ জনে। মোট মারা গেছেন ৮২২ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮১৪ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৮৩৭ জন।
Advertisement
ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস