বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, মৃতদের মধ্যে বিভাগের বরিশাল জেলার পাঁচজন, ভোলার তিনজন, পটুয়াখালীর একজন ও পিরোজপুরের একজন ছিলেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৬৯ জন।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় দুই হাজার ৫৪৫ নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টয় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এ জেলায় ২৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পিরোজপুরে ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন, বরিশালের জেলায় এক হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩০৫ জন, পটুয়াখালীর ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ৯১ জন, ঝালকাঠির ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, বরগুনার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাইফ আমীন/আরএইচ/জিকেএস
Advertisement