দেশজুড়ে

ময়মনসিংহে করোনায় ১০ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫ নমুনা পরীক্ষায় ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে অ্যান্টিজেন টেস্টে ৮৯ জন ও আরটিপিসিআর টেস্টে ৯৯ জন। এছাড়াও দ্বিতীয়বারে করোনা পজিটিভ হয়েছেন তিন জন।

সিভিল সার্জন বলেন, মৃতদের মধ্যে সদরে তিনজন, গফরগাঁও ও ত্রিশালে দুইজন করে এবং মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকায় একজন করে মারা গেছেন।

Advertisement

ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় হোম আইসোলেশনে আছেন চার হাজার ৬১২ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ জন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস