করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮২ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯১ হাজার ৯০৭ জনে।
Advertisement
সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮৭৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬২৬ ও উপজেলার ২৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১০৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২ জন, জেনারেল হাসপাতাল ল্যাবে ১৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এমএইচআর