বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
Advertisement
সোমবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
মনির বলেন, ‘করোনা মহামারি শুরুর পর কর্ম হারিয়েছেন সারাদেশের লাখ লাখ শ্রমিক। বিশেষ করে দিনমজুর শ্রেণির অবস্থা খুবই খারাপ। শিল্পকারখানা, দোকানপাট ও পরিবহন সেক্টর বন্ধ থাকায় পরিবারের ভরণ-পোষণ চালাতে শ্রমিকদের একটি বড় অংশ ঋণের ফাঁদে পতিত হয়েছেন। নিজেদের কষ্টের মূল্যবান সম্পদ, জায়গা-জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। এ সকল অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে এককালীন কমপক্ষে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।’
তিনি আরও বলেন, ‘করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরও প্রায় সাড়ে তিন কোটি মানুষের দারিদ্রসীমার নিচে বসবাস। করোনা দুর্যোগে সরকার এ সব দরিদ্র মানুষের সহায়তায় কার্যক্রম নিয়েছিল তা বাস্তবতার চেয়ে অনেক কম। বেশির ভাগ ক্ষেত্রেই এ সব সহায়তা প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছায়নি। আমরা বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেশের কর্মহীন শ্রমিক-কর্মচারীদের তালিকা করে প্রকৃত অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি।’
Advertisement
এইচএস/জেডএইচ/এএসএম