জাতীয়

১৬তম নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা শিগগিরই

১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা লকডাউন শেষে শুরু করা হবে। খুব শিগগিরই মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হবে বলে এনটিআরসিএ থেকে জানা গেছে।

Advertisement

এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, আগামীকাল মঙ্গলবার সরকারের কঠোর বিধিনিষেধ উঠে যাচ্ছে। এর মধ্যে সচিব বদলি হয়েছেন। চলতি সপ্তাহে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ‘স্থগিত’ মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল বলেন, স্থগিত মৌখিক পরীক্ষার পরবর্তী সময় এখনো নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনার ঊর্ধ্বগামী সংক্রমণের কারণে সরকার লকডাউন ঘোষণা করলে গত ৩ এপ্রিল ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। চলমান লকডাউনের মেয়াদ আগামী ১০ আগস্ট শেষ হবে।

Advertisement

এমএইচএম/এসএইচএস/জেআইএম