একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজার রাজানগরের মো. আকমল আলী তালুকদারকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের সিনিয়র সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অনুমতি দেন। আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর শেখ মুশফিক কবীর। এর আগে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন মামলার প্রসিকিউটর শেখ মুশফিক কবির। আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিকে সেফহোমে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামি আকমল আলী মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ। ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর গ্রামের বাড়ি পাঁচগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আল ইসলাহ নামের একটি সংগঠনের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি। আকমলের বিরুদ্ধে ৭১ সালের ৭ মে রাজনগরের পাঁচগাঁও গ্রামে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।এফএইচ/একে/আরআইপি
Advertisement